Monday, 20 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ৩


কি দ্বিধা রেখে গেলে...
- নীলাদ্রি বাগচী

খাতার পাতায় তাই লেগে আছে নীরব হাতের
ঘুমের ওষুধ থেকে ঝাড়া শযাদৃশ্য ফের
ডাক দিলো ধুলোর সদরে
বেহায়া সাইকেল ফিরল
ফুরনো বিকেল
শান দিলো ইঁদুরের নম্র গর্তে, সঞ্চয় দিনে

একটি নৌকার গুণে অচিহ্নিত মার্কা হয়ে গিয়ে
চোরা শহরের থেকে জল ঝরল
ভুটান পাহাড়ে গেল
পূরবী ভেজানো সন্ধ্যে
গাড়ি গাড়ি পোলট্রির স্বাদ

লাগে না লেখার মর্জি  রোলকল ছুঁয়ে আসে
মাঝেমধ্যে
মাঝেমধ্যে অতিরিক্তে এরকম ফেরতাই ধুন
হাতের পাতায় লাগা
খাতার পাতার অকারণ......

No comments:

Post a Comment