একুশ বছরের প্রথম দিন
-রঙ্গন রায়
১
প্রতিদিন আমাকেই
কথা বলা শুরু করতে হয়
আজ তুমি করলে
২
বসন্তকাল মধ্যভাগে এসে পৌঁছলে
দরজায় কড়া নাড়ে
ফিসফিস করে বলে 'শুভ জন্মদিন'
৩
১৫ই মার্চ এলে বোঝা যায়
মানুষ এখনো ভালোবাসতে জানে
ঠিক ভোরের ফুলে প্রথম সূর্যের মত
৪
কারা এখনো চায়ের কাপে আদানপ্রদান করে প্রেম
ধোঁয়ার সাথে উড়ে যায়
নিশ্চুপ এই তাকিয়ে থাকা
৫
এবং দিন শেষ হয়
টোটোয় চড়ে ফিরে যেতে যেতে
প্রতিটি প্রেমিকা অনেকক্ষণ তাকিয়ে থাকে
৬
ক্লান্ত বাবার পাশে এসে বসে থাকা
মায়ের ছোট্ট বাটিতে দেওয়া পায়েস
আমাদের প্রকৃত সম্পর্কের কথা মনে করায়
৭
হুল্লোড় দিনের শেষে
প্রতিটি মানুষ একা হয়
একা হওয়া আসলে মানুষের উদ্দেশ্য
৮
জ্যোৎস্নার রাস্তায় শিশুটির বাবা
একপ্যাকেট পাউরুটি নিয়ে আসে
পিতা পূত্রের হাসি বিনিময় শ্রেষ্ঠ উপহার
৯
পুরনো উপহার গুলো থেকে
শৈশবের গন্ধ ভেসে আসে
ফেলে আসা কুড়িটা বছর আমাকে জীবন দেখতে শেখায়
১০
অথচ কত কিছু কথা ছিল বাবা মা-কে বলার
প্রতিদিন বড় হয়ে উঠি
ভালোবাসার কথা বলা হয়না
(ছবিঃ অন্ধ শিল্পী জেফ হ্যানসন)
No comments:
Post a Comment