মৃতদেহ ও রোদচশমা
-তন্ময় ধর
অনুভূতিহীন একটা রঙ
চমকে ওঠে
দৃশ্য হতে থাকা একটি হাত ও অক্ষরেখায়
কাটা-ফলের ভিতর ঢুকে পড়া তোমার সুখ ও অন্ধকার
কোথায়, কিভাবে
হারিয়ে ফেলেছো রক্ত, ছায়াপথ, দুধ ও নির্জনতা?
একটি তাপপ্রবাহ চোখ সরিয়ে নিচ্ছে আমাদের অভিনয় থেকে
ভুল আলো-শব্দ ছিঁড়ে
আমাদের রঙিন অংশ
তুলে নিচ্ছে একটি আকাশ ও পাখি
(ছবিঃ আংশিক অন্ধ শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়)
No comments:
Post a Comment