Saturday 29 November 2014

কালপুরুষের মাসের কবিতা ৩


অথচ
                   -অভ্রদীপ গোস্বামী


রূপ চলে গেছে গঠন তবুও সনাতন
পাপ ক্ষয়ে গেলেও অবিকল রয় গঠন

তুমি তো তরল স্বেদ অনাদায়ী দেনা
বহতা কংসাবতী জল কমছে না

অন্য কোন বন্ধ দরজার এক কোণে
রক্ষক তক্ষকের পৃথক জাল বোনে

বলা নেই কওয়া নেই তুমি তো দাঁড়ালে
রূপ হয়ে সনাতনি দুহাত বাড়ালে

সহজেই ধরা দেন যে সব জাতক
আমার কবিতার খুনি গুপ্তঘাতক
অলৌকিক

তারপর কাপ থেকে চা পড়ল মাটিতে
রক্ত হয়ে গড়গড়িয়ে চলে গেল

মেঝের ওপর ছাতু ওঠার মতো গজিয়ে
উঠছে ছোট বড় মাঝারি শিবের ঢেউ

পোয়াতী বৌ বৌদ্ধ গান গাইছে দশমাস
দশমিকের মতো ছোট হয়ে গেল ঝুড়ি

ময়লাফেলা মাসি দাঁতের মাড়িতে হাসি
ঝড়ের পথে এসে মিলিয়ে গেল

চায়ের কাপ থেকে চা পড়ছে মাটিতে
তোমরা দ্রৌপদী দেখলে দু:শাসন 
                                      দেখলে না

No comments:

Post a Comment