বাজি
-সঙ্ঘমিত্রা হালদার
দূর থেকে ভেসে আসা গানে হৃদয় বধ্যভূমি
এ তোলে ওর মুখ
সারাদিন বাঁধা গরু সে হৃদয়ে ঘাস খায়
শব্দে ফেনা তোলে
দূর থেকে ভেসে আসা গানে ও কার মুখ
পা টলে যায় আর দরোজা লক কর ভেতর থেকে
যে আমি এখানে
যে আমি ওখানে
যে আমি ওধারে
যে আমি এধারে
কারা শনাক্ত করো কে, কাকে
হৃদয়ে পৌষমাস, হৃদয় খড়কুটো
কারা জ্বালো আতসে সে বাজি
No comments:
Post a Comment