বেকার ও বেকারার
-ঋপণ আর্য
বনের আঁচড়ে যাই প্রতিদিন।
পাথরের উপর বসে
কালা হতে পারি না বলেই হয়তো
পাথর
হতে পারি না,
কালো হই খানিক।
উঁকির ইচ্ছের অনতিক্রম্য
শ্যাওলার কাছাকাছি এলেই
দূরত্বের গন্ধ শুঁকে চলতে থাকা
ছড়িয়ে যায়।
ডিও, ধুপকাঠি, বেলফুল এঁকেবেকে
সাদাকালো রিড।
হারমোনিয়ামে তোমার হাত আছে।
আমার কোনো হাত নেই চাকরি পাইয়ে
দেবার!
পাগুলোয় সেই থেকে দাঁড়িয়ে আছে
অতিথি নিবাস।
No comments:
Post a Comment