Saturday, 29 November 2014

কালপুরুষের মাসের কবিতা ২


দীর্ঘ তু দীর্ঘ মি
-তন্ময় রায়

কপাল করে চুরি হই
ভিনমলাটে টাঙানো থাকার অপূর্বে
সবকিছু ছেড়ে শ্রাবণে আসি
সবই তো ছেড়ে রাখা
পুকুরপাড়ের গাছটাও
            তোমার ভাবে হয়ে আছে
জলবহরে বাড়তি নেশার ভালো রং
স্বপ্ন পেতে ধরি
দুহাত ভরা হাসিমুখ চাঁদ দিয়ে বাঁধানো হচ্ছে

No comments:

Post a Comment