ক্ষুধার্ত
-বেবী
সাউ
বস্তুতঃ একবর্ণেরই হয় ছায়ারা
তবুও আকৃতিতে মিল নয় বলে
বস্তুদের ভেঙে ফেলা সেজন্য সঠিক নয়
মন্দিরের স্তোক ভেসে আসছে
দুপুরের প্রাচীর ডিঙিয়ে মানুষ মানুষ গন্ধ
ভাতেরা জেগে উঠছে
তরকারী পিছলে
দৌড়ে যাচ্ছে আলো
আলো দৌড়ে যাচ্ছে
আর ছায়ারা একবর্ণের হয়ে উঠছে ক্রমশঃ !
No comments:
Post a Comment