Friday, 18 October 2013

কোজাগরী কবিতা ৫


গ্রন্থি
-    শৌভিক দে সরকার

অবলোকিত মাসগুলি গেল

চিহ্নধারণের স্বর ও উপক্রমণিকা
দৃষ্টির নৈরাজ্য পার হয়ে ফুটে উঠল
শয্যার বিভঙ্গ আর প্রোথিত মেঘ
স্বাচ্ছন্দ্যের অন্যপ্রান্তে আমরাও
উলটে দেখলাম একটি অসংলগ্ন ঘ্রাণ
ব্যাহত কারুকাজ, যৌনতার সকাল

অযুত বৃষ্টি

বৃষ্টি গড়িয়ে গেল জলবিভাজিকার দিকে
সন্তাপের শেষদিকে ভারি হয়ে উঠল
কন্ঠার হাড়, শ্বাসনালীর দায়ভার

গাঢ় আঁচড়

নিমিত্তের পাশে পূর্বাপর নীল
অশ্রুগ্রন্থির পাশে উড্ডীন চাদর
সংসার, যাবতীয় পেন্সিলের দাগগুলি
মুছে দেওয়ার পর আমরাও দেখলাম
রোদের জরদ, অপসৃত মেঘের নীচে
হস্তান্তরিত অলৌকিক, অশ্রু ও রক্তকণিকা

No comments:

Post a Comment