আয়নামহলের টেক্সটগুচ্ছ
-সোমতীর্থ নন্দী
৭
এক বিস্তীর্ণ নানুকের মত আমার জুতো পড়ে থাকে ভালোবাসার ধারে
তোমার প্রাজ্ঞ্যতা আমার সমস্ত নিবিড় জুড়ে
সাত সওদাগরের মৃত্যমুখ দেখিয়ে থাকে,
আট রাস্তার পথ হেঁটে যাই আমি, আমার একেলা ছায়া
পড়ে থাকে তোমার অনন্ত আসবাবে...
৮
নীল আলো শুধু তোমার ঘরে
রাত ভোলানো ওগো বন্দনাগান,
কুদরতী খিদের স্বপ্ন
শেকল বাঁধার সেইসব নীল আলো ফুটে থাকে
তোমার আলো, বেঁকে যাওয়া সেইসব
নাভির আয়না...
এক বিস্তীর্ণ নানুকের মত আমার জুতো পড়ে থাকে ভালোবাসার ধারে
তোমার প্রাজ্ঞ্যতা আমার সমস্ত নিবিড় জুড়ে
সাত সওদাগরের মৃত্যমুখ দেখিয়ে থাকে,
আট রাস্তার পথ হেঁটে যাই আমি, আমার একেলা ছায়া
পড়ে থাকে তোমার অনন্ত আসবাবে...
৮
নীল আলো শুধু তোমার ঘরে
রাত ভোলানো ওগো বন্দনাগান,
কুদরতী খিদের স্বপ্ন
শেকল বাঁধার সেইসব নীল আলো ফুটে থাকে
তোমার আলো, বেঁকে যাওয়া সেইসব
নাভির আয়না...
No comments:
Post a Comment