Friday, 18 October 2013

কোজাগরী কবিতা ১


সভ্যতা থেকে হারিয়ে যাওয়ার পূর্বে যে গানগুলি গাওয়া হয়েছিল
       -অনির্বাণ চট্টোপাধ্যায়

ছাদ #

শেখ মুজিবের চোখ পরিপাটি ছিল
দেবদারু পাতার গন্ধ চশমার কাঁচে
মোজার তলা দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র
কার্নিশে রেডিও আর ছাদে রাখা সামার অফ সিক্সটি নাইন

স্বাধীনতা ঘোষণার পরদিন থেকে ওপারের সমস্ত গাছগুলোও বাঙালি হয়ে উঠেছিল এপারের বাতাস নতুন সন্দেশ নিয়ে দিনে দুবার করে পূর্বনির্ধারিত স্থানে সংঘর্ষ সেজে উঠছিল যেমন বীরেন্দ্র ভদ্র ; সর্ষে বাটার রঙ থেকে তৈরি হচ্ছিল আগ্নেয়াস্ত্র ঘরে ঘরে নোড়ার শব্দ ছাপিয়ে গেছিল বিউগল
পাজামার ঘের ছোট করে তৈরি হচ্ছিল দৌড়
ডাঁসা পেয়ারার সবুজ নিয়ে পতাকা উড্ডীন
দুর্গম স্থানে জলের ওপর তৈল দিয়ে সেতু নির্মাণ
রণক্লান্ত আমিকে উঠিয়ে পাশের বাড়ির আরেকটা আমি,
জবাফুলের বাগানে শিবির :
পরদিন ভোর ভোর না কাটা নখের ভিতর মাটি নিয়ে
উড়ে যাচ্ছিলাম অনেক অনেক আমি :
যারা সবাই পরশুদিন পান্তাভাত থেকে উঠে
মাথা উঁচু করে কাঁধে তুলে নিয়েছিলাম আস্ত ব্রহ্মপুত্র

No comments:

Post a Comment