প্রথম ভোগ
-তন্ময় ধর
ঠোঁটের ওপর একটি অপেক্ষার আকাশ তৈরি হয়
প্রাণাগ্নি
মধ্যরাত্রির ভাতে গভীর দারুচিনি
পৌরুষের স্টিকার আমি খুঁটে ফেলি প্লেটে
দেবীর জিভ থেকে একটু হাসিই ওমলেট হয়ে যায়
আর
ভাতের অহঙ্কার পেরিয়ে
আরেকটু গরম আলো
স্বাদের মতো
খুঁজতে থাকে
স্মৃতিহীন
হাত ধুয়ে ফেলি,
গহন প্লাসেন্টাল নখে ঘুম আসে না
হাতের গন্ধের ওপরেই
ভোরের বয়স কমিয়ে দেয় কেউ
এই অনূর্দ্ধ চব্বিশ
আর
ওই অনূর্দ্ধ চব্বিশ
No comments:
Post a Comment