হাড়ের নির্যাস
-সৌমনা দাশগুপ্ত
মহতী ঝরনাজলে ফেলে রেখে আসি আদি নাভি
দেখছি আলোকরেখা, তার ক্ষীণ অনুপ্রাস
ভোরবর্ণ শালগাছ একটু একটু করে ফুটে ওঠে
ঐশী ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে ডানার বিস্তার
জন্মছক খুলে বসে আঁক কষছেন মেঘের ঈশ্বর
কাত হয়ে পড়ে আছে ছবি
ছবির মেয়েটি শুয়ে, লাল
এখানে সমাসবদ্ধ জল, এইখানে অঙ্গার শীতল
রক্তাক্ত হয়েছে ছায়া, হাতে তার নিবিড় আয়না
আর্শিতে বসত করে রূহদার এক
আত্মঅভিলাষী আমি ময়নাতদন্ত করে দেখে নিই
অগ্নিমন্থনের শেষে পড়ে আছে সোরা ও গন্ধক
হাড়ের নির্যাস আর ঝুঁকে পড়া বিশেষণগুলি
জংধরা দেহের কপাট
বেহেশত দোজক কাঁপে, জ্বলে ওঠে
(ছবিঃ এলেনা জেনকিন)
খুবই ভালো কবিতা।
ReplyDelete