মেঘ, এক, দুই
-জয়ীতা ব্যানার্জী
(১)
মেঘের অনেক নীচে তার ছায়াখানি পড়েছে এমন
যেন কোনও বিরহীর খোঁপা, আপাত বিষণ্ন
তবু আলোকসম্ভব
আমি এই বৃষ্টির দিন ভালোবাসি
হাড়ের মতো বিবর্ণ, অথচ সমুজ্জ্বল এই ভালোবাসা
(২)
ভোরের সমুখে বসে পাখিদের ব্যস্ততা দেখি
দেখি পিঁপড়ের হেঁটে চলা, পতঙ্গদ্বয়ের অভিসারও
পাতা সরানোর শব্দে মনে পড়ে গতরাতে ঝড় হয়েছিল
হাওয়া এখনও শীতল তাই। দূরে একফালি মেঘ
বৃষ্টির গৌরবে আলো হয়ে আছে
ভাবি সমস্ত জীবন এই একই কাজে তারা
পারদর্শী। অথচ কী নিরুত্তাপ
রাত্রির শোকেও কেউ অঝোরে কাঁদে না
(ছবিঃ এদুয়ার্দ গ্রসমান)
বাহ্। মনোরম পাঠ।
ReplyDelete