Saturday 6 December 2014

কালপুরুষের মাসের কবিতা ৭


মায়ানাভি
     -তন্ময় ধর

কবিরাজি টকফলেও সেই মানে মানে
এঘরে জলের নখ
   উদ্ভিদের লাবণ্য এলার্ম

(হাসি)
ফর্সা বাড়িয়েছো তুমি;
রক্তের দশমিক বাড়ছে না

(...প্রস্থান)
একটু ব্যথা
বায়োকেমিস্ট্রির আয়না থেকে
হালকা হানিকম্বে সন্ধের মৃগশিরা ছলকে গেল

(পুনরাবির্ভাব)
কাঁচের ঊর্ধ্বসীমায় এই অভিনয়ফেরৎ পারফিউম
ব্লু


No comments:

Post a Comment