রুদ্রবীণা
-লিপিকা ঘোষ
ভালোবাসার কাছ থেকে একটা বাঁশি
চেয়েছিলাম , একটা সুর চেয়েছিলাম , বাঁশিটা বাজাতে বাজাতে এগোব । সুরটা সামনে এগিয়ে
তুমুল জলরশি ঠেলে দুপাশে সরিয়ে পথ করে দেবে । আমি এগোব । এই এগোনোর আগেই ভালোবাসা
সুর বদল করল , সঙ্গে বাদ্যযন্ত্রও । হাতে তুলে দিল রুদ্রবীণা । এ কি আমি বাজাতে
পারি ?